November 23, 2024

ফরচুন নিউজ ২৪

মেসির প্রশ্ন, ‘নেইমারকে কেনার টাকা পাবো কোথায়?’

1 min read

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির মতে, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে আবারও দলে নেয়ার মতো আর্থিক সক্ষমতা নেই তাদের। সম্প্রতি লা সেক্সটাকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে কোনও রাখঢাক না রেখেই এ কথা জানিয়েছেন মেসি।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন নেইমার। এরপর থেকে প্রতি মৌসুমেই গুঞ্জন শোনা যায়, বার্সায় ফিরছেন নেইমার। কিন্তু তিন বছরেও সত্য হয়নি এ গুঞ্জন। হাওয়ায় মিলিয়ে গেছে সব উড়ো খবর।

আর এবার মেসির কথায় আভাস মিলল, আগামী মৌসুমেও নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নেই। তবে এ সম্ভাবনা পুরোপুরি শেষ করে দেননি মেসি। বার্সেলোনার বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায়, বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে নেয়া কঠিন কাজই বটে। মেসির মতে, এক্ষেত্রে অনেক কৌশলী হতে হবে বার্সার নতুন প্রেসিডেন্টকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও মেসির সঙ্গে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন নেইমার। তবে এটি যে বার্সায় করা সহজ হবে না, সে বিষয়ে জানিয়ে মেসি বলেছেন, ‘নেইমারের ট্রান্সফার ফি কীভাবে শোধ করব আমরা? এটা সহজ না। নতুন প্রেসিডেন্টের জন্য এটা খুবই কঠিন হতে যাচ্ছে। তাকে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সবকিছু ভালোভাবে চালিয়ে নিতে অনেক পরিবর্তন করতে হবে।’

এসময় ক্লাবের অর্থসংকটের কারণে নেইমার ছাড়াও অন্য যেকোনও খেলোয়াড়কে কেনা যে কঠিন হবে, সে বিষয়টিও তুলে ধরেন মেসি, ‘এখন যেকোন খেলোয়াড়কে দলে আনাই চ্যালেঞ্জিং হবে। কারণ এতে টাকার প্রয়োজন, কিন্তু আমাদের হাতে কোনও টাকা নেই। বর্তমান দলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। আমরা সবকিছুর জন্য লড়ে যাব কিন্তু তোমাকে (ক্লাব) এজন্য অর্থ পরিশোধ করতে হবে।’

নেইমারের একসঙ্গে খেলার ইচ্ছার ব্যাপারে মেসির ভাষ্য, ‘নেইমার কিন্তু বলেনি যে, চলো খেলি। সে বলেছে, আমার খেলতে ভাল লাগবে। তাই নয় কি? হ্যাঁ! আমাদের মধ্যে সবসময়ই কথা হয়। আমরা তিনজন (মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ) প্রতিদিনই কথা বলি। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।’

 

About The Author