November 22, 2024

ফরচুন নিউজ ২৪

আট কোটি ছাড়াল করোনা সংক্রমণ

1 min read

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনায় সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপ। চলছে টিকা প্রয়োগের তোড়জোড়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ ৮ কোটি ২ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও প্রায় ৪ লাখ সাড়ে ৭২ হাজার শনাক্ত হলে মোট সংক্রমণ ৮ কোটি ছাড়িয়ে যায়। একই সময়ে আরও ৮ হাজার ৩৭৪ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ১৭ লাখ সাড়ে ৫৭ হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা আমেরিকায় গত ২৪ ঘণ্টায় দুটিই কমেছে। দেশটিতে নতুন করে প্রায় ৯৯ হাজার সংক্রমিত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৭ জনের। এ নিয়ে মোট সংক্রমণ ১ কোটি ৯২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে আর মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জনে।

এদিকে করোনার নতুন স্ট্রেইন (ধরন) ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে একদিনে আরও প্রায় ৩৩ হাজার জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে আরও ৫৭০ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট সংক্রমণ ২২ লাখ ২১ হাজার আর মৃত্যু ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

About The Author