April 13, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট পরিচালনা করার আহবান জানিয়েছেন বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দুরত্বে খুঁটিতে পশুবেঁধে কোরবানির পশুর হাট পরিচালনা করুন। ক্রেতা-বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি পালন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং পশুর হাটে অবশ্যই হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল কাউনিয়া বিসিক বটতলা গরুর হাট পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মহামারি করোনার দুর্যোগ প্রতিরোধ করার জন্য এ বছর ঘনবসতিপূর্ন এলাকায় কোরবানির পশুর হাট বসতে দেয়া হয়নি। পশুর হাটে গরু বা ছাগল এর দুই সারির মধ্যে দুরত্ব বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন যাতে মানুষের চলাচলে নিরাপদ দুরত্ব বজায় থাকে। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরও বলেন, প্রতিটি হাটে পুলিশ বক্স, সিসি ক্যামেরা নিশ্চিতকরাসহ মাইকিং এর ব্যবস্থা করে সামাজিক দুরত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রচারনার ব্যবস্থা করার জন্য গুরুত্বারোপ করেন ও গরুর হাটে থাকা নারী উদ্যোক্তা কে উৎসাহ প্রদান করেন এবং গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজী না থাকে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন। কোন ক্রেতা বা বিক্রেতা হাটে এসে কোন প্রকার প্রতারণা বা সমস্যার সম্মুখীন হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি জানাতে অনুরোধ জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার উত্তর মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকারিয়া রহমান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিম, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার উত্তর এ এফ এম ফয়েজুর রহমান, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. লোকমান হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

About The Author