৪ কোটি টাকায় নির্মাণ হচ্ছে বৃন্দারঘাট ব্রিজ
মৌলভীবাজারের জুড়ীতে সাগরনাল ইউনিয়নের কাপনা পাহাড় চা বাগান হতে কাশিনগর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ বৃন্দারঘাট ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জুড়ী-মৌলভীবাজারের বাস্তবায়নে ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে ব্রিজটি।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহীন আহমদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দীন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা।