র্যাবের অভিযানে বরিশালে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন বরিশাল লঞ্চ ঘাটের ২ নং গেটের প্রবেশ মুখের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত সাড়ে ৪টায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিদ্বয়কে আটক করে।
আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ ইয়াছিন মিয়া(২১), পিতা- মোঃ সিদ্দিকুর রহমান, সাং- আমান গন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, ২। মোঃ ইউসুফ হোসেন স্বর্ণামাত(২৯), পিতা- মৃত আবুল হোসেন স্বর্ণামাত, সাং- জঙ্গলপট্রি, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, এ/পি- সাং- গগনগলি হাটখোলা, শিশুপার্ক কলোনী, ৬ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।