বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1 min readবরিশাল মেট্রোপলিটন পুলিশকে জনতার পুলিশ, মানবিক পুলিশ, নারী ও শিশু বান্ধব পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত করে জনগনের আস্থার প্রতীকে পরিনত করার কাজ চলছে। পুলিশকে দুর্নীতি মুক্ত রেখে নির্ভেজাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই মেট্রোপলিটন পুলিশের লক্ষ্য।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় নগরীর চাঁদমারী পুলিশ অফিসার্স মেসে কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১৪তম প্রতিষ্ঠা বাষিকী পালন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএমপি’র উপ-কমিশনার (সদর) আবু রায়হান মো. সালেহ’র সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম সহ সকল উপ-কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার, সহকারী কমিশনার এবং বিভিন্ন থানার ওসি গন উপস্থিত ছিলেন।