November 26, 2024

ফরচুন নিউজ ২৪

স্কয়ার ফার্মার ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

1 min read

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৮২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৪ টাকা ৯৮ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৭।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

এছাড়া কোম্পানিটি ২৫০ কোটি টাকা দিয়ে বিএমআরই, ক্যাপিটাল মেশিনারী  এবং জমি ক্রয় বাবদ খরচ করবে বলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About The Author