October 18, 2024

ফরচুন নিউজ ২৪

১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলবে

1 min read

দেশের করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া প্রায় সবকিছু খুলে দেওয়া হয়েছে ইতোমধ্যেই। তবে বাকি ছিল সিনেমা হল। এবার তাও খুলে দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল। তবে সেক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

সিনেমা হল মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী। আলোচনা শেষে বৈঠক থেকে হল খোলার সিদ্ধান্ত হয়। তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনেকখানি ভালো। যদি এমনটা থাকে তাহলে ১৬ তারিখ হল খুলে দেওয়া হবে। আর যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে বিষয়টা নতুন করে বিবেচনা করা হবে। সর্বোপরি আনুষ্ঠানিক অনুমতি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, হল খোলা রাখতে হবে স্বাস্থ্যবিধি মেনে। অর্ধেক দর্শক নিয়ে হল চলবে। দর্শকদেরকে মুখে মাস্ক পরতে হবে। যদি স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে তাহলে ওই সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে। হল মালিকরা এসব নিয়মের ব্যাপারে একমত হয়েছেন।

About The Author