April 28, 2024

ফরচুন নিউজ ২৪

ঘূর্ণিঝড় স্যালির তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন ৫ লাখের বেশি মানুষ

1 min read

শক্তিশালী হ্যারিকেন স্যালি’র আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঙ্গরাজ্য আলাবামা ও ফ্লোরিডা। দুই রাজ্যের সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বুধববার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৪ টার দিকে ১৬৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে এই গ্রীষ্মকালীন মৌসুমি ঝড়। ২ মাত্রার হ্যারিকেনে দেখা দিয়েছে বন্যা। হ্যারিকেনের তাণ্ডবে ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে উপকূলীয় অঞ্চলের অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্র মতে, প্রবল বাতস এবং ভারী বর্ষণে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্ধকারে রয়েছে।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, মৌসুমি ঝড়ের কবলে ফ্লোরিডা এবং আলাবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে। ফ্লোরিডা কর্তৃপক্ষ বলছে, রাজ্যর বহু মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।

ঝড়ের তাণ্ডবে লুইজিনিয়াতেও পানি বাড়ছে। সবাইকে নিরাপদে থাকার নির্দেশে দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লুইজিয়ানা এবং মিসিসিপি উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

About The Author