বরিশালের গৌরনদীতে ছাঁদের টবে গাঁজা চাষের দায়ে আটক-১
1 min readবরিশালের গৌরনদীতে বিল্ডিংয়ের ছাঁদের টবে গাঁজা চাষের খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ চাষী সাইফুল মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জেলার গৌরনদী মডেল থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার সাইফুল মোল্লার বিল্ডিংয়ের ছাদের টবে লাগানো তিন ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা চাষী সাইফুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।