April 7, 2025

ফরচুন নিউজ ২৪

ক্যান্সারের মাঝেই শুটিংয়ের কাজ শেষ করলেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত গত মাসেই জানিয়েছিলেন ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে চিকিত্সার জন্য কাজ থেকে সামান্য বিরতি নিচ্ছেন। কিন্তু বাকি রয়ে গিয়েছিল শুটিংয়ের কাজ। করণ মালহোত্রা পরিচালিত ইয়াস রাজ ফ্লিম প্রযোজিত শমশেরের কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, সঞ্জয় দত্ত শমশেরের অল্প কিছু কাজ বাকি ছিলো। রণবীর কাপুর ছবির কাজ আগেই শেষ করে নিয়েছেন। তবে সঞ্জয়ের মাত্র দু’দিনের ‘প্যাচওয়ার্ক’ বাকি ছিল যা তিনি এখন শেষ করছেন।

প্যাচওয়ার্ক শুটের জন্য ইয়াস রাজ ফ্লিমের দ্বারা কঠোর সতর্কতা অনুসরণ করা হয়েছিল। উপস্থিত প্রত্যেকে বাড়ির কোয়ারান্টিনে গিয়েছিলেন এবং সঞ্জয় দত্ত যে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ছিলেন না তা নিশ্চিত করার জন্য কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়। প্যাচওয়ার্ক শেষ করার জন্য তার জন্য একটি দুর্দান্ত নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল।

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বানি কাপুর। ছবিটি আগামী বছর মুক্তি পবে বলে জানা গেছে।

About The Author