April 15, 2025

ফরচুন নিউজ ২৪

গুলশান শপিং সেন্টারে আগুন

রাজধানীর গুলশান ১-এর গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হলেও তা প্রায় দুই ঘণ্টা পর সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভবহয়। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মাহামুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। গুলশান শপিং সেন্টারের ছয় তলায় শমসের গার্মেন্টসের একটি ফ্লোরে এই আগুন লাগে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

About The Author