November 22, 2024

ফরচুন নিউজ ২৪

এক উপজেলা, দুই পৌরসভা ও ২৫ ইউপিতে নৌকার প্রার্থী যারা

1 min read

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি উপজেলা, দুটি পৌরসভা ও ২৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

রোববার (২৬ জুন) বিকেল ৩টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউপিতে মতিউর রহমান, বাচোরে জীতেন্দ্র নাথ বর্মন, নন্দুয়ারতে আব্দুল বারী, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুরে রেজাউল করিম নান্নু, রামনাথপুরে শাহ্ মো. মোফাজ্জল হোসেন, পীরগঞ্জে নূরুল ইসলাম নৌকার মনোনয়ন পেয়েছেন।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউপিতে হোসেন আলী বাগছী, পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউপিতে ইব্রাহিম ফারুক নৌকার মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলীতে ইকবাল হোসেন, মাহমুদনগরে সাহাদৎ হোসেন, কাকুয়াতে বদিউজ্জামান ফারুক। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে খুরশীদ আলম (মাসুম), মেঘচামীতে হাসান আলী খাঁন, আড়পাড়াতে আরমান হোসেন (বাবু)। মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে সিরাজুল ইসলাম, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপিতে শাহ নাজিম উদ্দিন নৌকার প্রতীক পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউপিতে আবুল খায়ের, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইলে আবু মুছা মজুমদার, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপিতে সৈয়দ মনজুর হোসেন, লক্ষ্মীপুর জেলার রামগতির উপজেলার বড়খেরীতে হাসান মাকসুদ, চরআবদুল্যাহতে কামাল উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে সালাউদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু ইউপিতে রকি চাকমাকে নৌকা প্রতীক পেয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *