ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (২২ জুন) সকাল ৮টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে একই দিন ভোর পৌনে ৫টার সময় মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ পাঁচটি টিম কাজ করে।