November 22, 2024

ফরচুন নিউজ ২৪

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৪৩ কেজির বাঘাইড়

1 min read

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। আজ সোমবার ভোরে দৌলতদিয়া পদ্মানদীর কবিরপুর চর এলাকার আনন্দ হাওলাদারের জালে ওই মাছটি ধরা পড়ে।

নদী থেকে ভোরে ধরার পর মাছটি আজ সকাল ৬টার দিকে দৌলতদিয়া এলাকার দুলাল মণ্ডলের আড়তে তোলা হয়। পরে পাঁচ নম্বর ফেরিঘাটের শাকিল সোহানের আড়তের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ও শেখ নুরু মাছটি এক হাজার ১শ ৪০ টাকা প্রতিকেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকা দিয়ে কিনে নেন।

শাজাহান শেখ স্থানীয় সাংবাদিকদের জানান, মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৯০০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে।

এর আগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদী থেকে ২৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পড়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী ঘাট বাজারে তোলা হয় এ মাছটি।

About The Author