সামনে সমাবেশ: ইমরানের বাড়িতে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠালেন শাহবাজ
1 min readপাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুধু তাই নয়, শান্তিপূর্ণ জনসমাবেশ গণতন্ত্রের অংশ উল্লেখ করে আগামী দিনগুলোতে ইমরানের এ ধরনের কর্মসূচিতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন তিনি। খবর দ্য নিউজের।
শাহবাজের নেতৃত্বাধীন কথিত ‘বিদেশি মদতপুষ্ট’ সরকারকে উৎখাত করতে পাকিস্তানজুড়ে বড় বড় সমাবেশের আয়োজন করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) লাহোরে ছিল তাদের প্রথম সমাবেশ। কিন্তু এর আগে ইমরান খানকে নিয়ে দু’বার নিরাপত্তা হুমকির পরিপ্রেক্ষিতে পিটিআই প্রধানকে জনসমাবেশে না যাওয়ার পরামর্শ দেয় পাকিস্তানি প্রশাসন। যদিও তা কানে তোলেননি সাবেক প্রধানমন্ত্রী।
শাহবাজের নির্দেশনা অনুসারে ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের চার প্রদেশ, গিলগিট-বালতিস্তান, আজাদ জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র সচিব ও প্রধান কমিশনার এবং ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে জরুরি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এছাড়া, ইমরান খানের বানি গালার নিজস্ব বাসভবনের বাইরে বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সব কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়েছে, ইমরান খানের জনসভা ও সমাবেশগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি বরদাশত করা হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্দেশনা বাস্তবায়নের জন্য পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়গুলো ব্যক্তিগতভাবে তদারকি করার নির্দেশ দিয়েছেন শাহবাজ।