Cricket Committee of Dhaka Metropolis (CCDM) এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মিজানুর রাহমান

সি সি ডিএম এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব মিজানুর রাহমান,
বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB) এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন চৌধুরী কতৃক একটি চিঠির মাধ্যমে এ ব্যপারটি নিশ্চিত হয়। মিজানুর রহমান দীর্ঘদিন যাবত ক্রিকেটের উন্নয়নে সম্পর্কিত কার্যক্রম এর সাথে যুক্ত, এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
একই সাথে মিজানুর রহমান বঙ্গবন্ধু বিপিএল এ অংশ নেয়া ফরচুন বরিশাল ক্রিকেট টিমের ফ্রাঞ্চাইজির অধিকারী এবং ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট ক্লাবের সভাপতি।
মিজানুর রাহমানের এ অর্জনে ফরচুন গ্রুপের সকল কর্মকর্তা,কর্মচারীরা তাকে অভিনন্দন জানায়।
তিনি তার এই দায়িত্ব যথাযথ পালনে সক্ষম হন এবং বাংলাদেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে তিনি কাজ করবেন এ আশাবাদ সবার।