প্যাঁচার মাথা ঘোরানোর স্টাইল দেখে মুগ্ধ সবাই

প্যাঁচা এক প্রকার নিশাচর শিকারী পাখি। প্যাঁচা তার মাথাকে একদিকে ১৩৫ ডিগ্রী কোণে ঘোরাতে পারে। তাই দুই দিক মিলে এদের দৃষ্টিসীমা ২৭০ ডিগ্রী পর্যন্ত। ফলে এরা নিজের কাঁধের উপর দিয়ে পেছনেও দেখতে পায়।
সম্প্রতি প্যাঁচার মাথা ঘোরানোর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা প্যাঁচাটি হ্যারি পটারের পোষা পাখি হেডউইগের মতো একটি ‘তুষারময় প্যাঁচা’ এবং এটি ২৭০ ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরাচ্ছে।