November 21, 2024

ফরচুন নিউজ ২৪

ইউক্রেনে অস্ত্রের ঢল নামাচ্ছে যুক্তরাষ্ট্র

1 min read

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে। মঙ্গলবার (৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের জরুরি ভিত্তিতে এ ধরনের অস্ত্র প্রয়োজন। তিনি জানান, ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

ব্লিঙ্কেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও ৩০টির বেশি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। মিত্রদের সঙ্গে মিলে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় আরও সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রযুক্ত অত্যাধুনিক সুইচব্লেড ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব সুইচব্লেড ৬০০ ও ৩০০ ড্রোন ইউক্রেনে পাঠাবো।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *