ব্রাজিলের নতুন ভিনিসিয়াসকে দলে নিলো রিয়াল
1 min readপ্রায় চার বছর ধরেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে অন্যতম পরিচিত মুখ ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এবার নিজেদের রক্ষণভাগের জন্য ব্রাজিলের আরেক ভিনিসিয়াসকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের হয়ে চুক্তিবদ্ধ থাকা ১৮ বছর বয়সী ভিনিসিয়াস তোবিয়াসকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সময়ের জন্য লোনে দলে নিয়েছে লস ব্লাংকোসরা। তবে লোনের মেয়াদ শেষে তাকে রেখেও দিতে পারবে রিয়াল।
ব্রাজিলের ক্লাব ইন্টারন্যাসিওনাল থেকে চলতি বছরের জানুয়ারিতেই শাখতারে পাড়ি জমিয়েছিলেন তোবিয়াস। কিন্তু শাখতারের হয়ে কোনো ম্যাচ না খেলেই এখন তিনি চলে যাচ্ছেন রিয়ালে। মূলত ইউক্রেনের ওপর রাশিয়ান হামলার কারণেই শাখতারের হয়ে খেলা হয়নি তার।
রাশিয়ার হামলার পর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের নিয়মে পরিবর্তন এনে জানিয়েছে, ইউরোপের যেকোনো ক্লাব এখন রাশিয়া বা ইউক্রেনের যেকোনো ক্লাব থেকে দুজন করে খেলোয়াড় নিজেদের দলে নিতে পারবে।
সেই নিয়মের পূর্ণ ফায়দা নিয়ে খানিকটা তড়িঘড়ি করেই ব্রাজিলের পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় রাইট ব্যাক তোবিয়াসকে দলে ভিড়িয়েছে রিয়াল। মূলত রাইট ব্যাক হলেও দলের প্রয়োজনে সেন্টার ব্যাক এবং উইঙ্গার হিসেবেও খেলতে পারেন তোবিয়াস।