পাকিস্তানের হারে বাংলাদেশের লাভ, র্যাংকিংয়ে ৬ নম্বরে
1 min readগতকাল লাহোরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় আইসিসি ওডিআই র্যাংকিংয়ে ছয় থেকে সাত নম্বরে চলে গেছে স্বাগতিকরা। পাকিস্তানের অবনমনে সাত নম্বর থেকে ছয়ে উঠে গেল বাংলাদেশ।
ঘরের মাঠে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলে ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তামিম ইকবালরা আফগানদের হারাতে পেরেছিল ২-১ ব্যবধানে। এবার সে কাজটি পাকিস্তানের কল্যাণে হয়ে গেল।
পাঁচ বছর পর র্যাংকিংয়ে শীর্ষ ছয়ে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ছয়ে উঠেছিল টাইগাররা।
অবশ্য র্যাংকিং টেবিলে বাংলাদেশ-পাকিস্তানের রেটিং পয়েন্টের ব্যবধান একই। পাকিস্তান প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় ভগ্নাংশের হিসেবে এগিয়ে গেছে বাংলাদেশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ২-১-এ ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৩.০৬; পাকিস্তানের ৯৩। ফলে এই উত্থান-পতন ক্ষণস্থায়ী। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে রেটিং আরো কমে যাবে পাকিস্তানের।
এক নজরে আইসিসির ওয়ানডে র্যাংকিং:
১. নিউজিল্যান্ড (রেটিং ১২১)
২. ইংল্যান্ড (রেটিং ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং ১১৭)
৪. ভারত (রেটিং ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং ১০২)
৬. বাংলাদেশ (রেটিং ৯৩)
৭. পাকিস্তান (রেটিং ৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং ৬৮)