April 16, 2025

ফরচুন নিউজ ২৪

ভারত থেকে পুলিশের জন্য কেনা হলো উন্নতমানের ১০ রাইডিং ঘোড়া

ভারত থেকে উন্নতমানের ১০টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুল্যান্স ট্রাকে করে ঘোড়া ১০টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

জানা যায়, ঘোড়াগুলো ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ারের থেকে বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য এক লাখ ছয় হাজার মার্কিন ডলার।

 

এ বিষয়ে মেসার্স মাধ্যম সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ১০টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাস নেওয়া হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার (৩০ মার্চ) সকাল নাগাদ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত ছাড় করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *