মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে
1 min readনতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে মেহেরপুরে। এ লক্ষ্যে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের মতোই। এ আইনের খসড়ায় ৩৬টি ধারা আছে। রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি একজন স্বনামধন্য শিক্ষককে ভিসি নিয়োগ দেবেন চার বছরের জন্য। এছাড়া নিয়ম অনুযায়ী তিনি অন্যান্য পদেও নিয়োগ দেবেন।