রাশিয়ায় চিনি নিয়ে কাড়াকাড়ি
1 min readইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ২৭তম দিনে। যুদ্ধের মাঠে জয়ী হওয়ার নেশায় মত্ত পুতিন সরকার। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ভোগ্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। বাড়তি মজুত করতে সুপারমার্কেটগুলোতে রাশিয়ানদের উপচেপড়া ভিড়।
ক্রেতাদের পণ্য নিয়ে হইচই নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপারসপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা। যদিও প্রত্যেকজন কিনতে পারবেন মোট ১০ কেজি।
যদিও রাশিয়ার সরকারের দাবি, চিনির কোনো সংকট নেই। ক্রেতারা আতঙ্কিত হওয়ায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে দেশ থেকে চিনি রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন সরকার।