ঢাকায় বজ্ঞিান ও প্রযুক্তি মলোয় ফরচুন ট্যাকনলজীর ইলক্ট্রেনক্সি ডভিাইস প্রর্দশন।
ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ফরচুন ট্যাকনলজীর বিজ্ঞান ও প্রযুক্তির স্টলে তাদের উদ্ভাবিত ড্রোন, বিমান, ইলেক্ট্রনিক্স ডিভাইস এবং মোটর সাইকেল প্রদর্শন করে। ফরচুন ট্যাকনলজীর প্রদর্শিত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস ঘুরে দেখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। তিনি প্রদর্শিত ইলেক্ট্রনিক্স ডিভাইস দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিমন্ত্রী নিজেই ফরচুন গ্যালারীর মোটর সাইকেল যোগে ঘুরে বেড়ান, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফরচুন ট্যাকনলজীকে মাননীয় প্রতিমন্ত্রী ভূয়সী প্রসংশা করেন।