আগামীতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাজ্য। যুক্তরাজ্যের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র ও কমনওয়েলথ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সম্প্রতি একথা বলেন। যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম তার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মন্ত্রী ফিল্ডকে তাসনীম জানান, তার দায়িত্ব পালনের সময়কালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে মূল নজর দেওয়া হবে। বাংলাদেশের বড় বড় প্রকল্প বিশেষত জ্বালানি, তথ্য-প্রযুক্তি এবং সেবা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর মতো কৌশলগত সহযোগিতায় গুরুত্ব দেওয়া হবে।
হাইকমিশনার দুটি কমনওয়েলথ রাষ্ট্রের মধ্যে শক্তিশালী ও কার্যকর সংস্কৃতি ও ক্রীড়া যোগাযোগ বাড়ানোর বিষয়ে বেশকিছু প্রস্তাব করেন।
১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সমর্থন জানিয়েছেন বলে প্রশংসা করেন তিনি। একইসঙ্গে রোহিঙ্গাদের মায়ানমারে স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের প্রয়ো-জনীতার প্রতি গুরুত্বারোপ করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের নেতৃত্বাধীন ভূমিকার জন্য ফিল্ড বাংলাদেশকে প্রশংসিত করেন এবং বিশ্ব শান্তির জন্য বাংলাদেশি শান্তি রক্ষীদের আত্মত্যাগের প্রশংসা করেন তিনি।
হাইকমিশনার ব্রিটিশ এ প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২১ সালের যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক, কমার্শিয়াল কাউন্সেলর এস এম জাকারিয়া হক ও ফার্স্ট সেক্রেটারি মো. শফিউল আলম।