November 23, 2024

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশি ১৮ জেলেকে ‘ধরে নিয়ে গেছে’ মিয়ানমারের বিজিপি

1 min read

বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছ থেকে ৪টি নৌকাসহ ১৮ বাংলাদেশি মাঝিমাল্লাকে ‘ধরে নিয়ে গেছে’ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

এ বিষয়ে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে বিজিপির সদস্যরা জেলেদের ধরে নিয়ে গেছে। গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত তাদের ফেরত দেয়নি।’

তিনি আরও বলেন, ‘ধরে নিয়ে যাওয়া’ জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মো. জসীম (২৫) একই এলাকার সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬) ও জামাল (২১)।

আবদুস সালাম আরও জানান, সাগরে মাছ ধরে ফেরার পথে এসব জেলেরা ডুবে যাওয়া একটি কাঠবোঝাই ট্রলারের উদ্ধারকাজে অংশ নেয়। এতে তারা কিছু কাঠও উদ্ধার করে। পরে ফেরার পথে ৪টি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিকে) বিষয়টি জানানো হয়েছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালামের মালিকাধীন ৪টি নৌকায় ১৮ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। মাছ ধরা শেষে ফেরার পথে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রলার দেখতে পায়। এ সময় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের উদ্ধারকাজে অংশ নেয়। পরে তারা তীরে ফিরে আসার সময় মিয়ানমার বিজিপির সদস্যরা একটি স্পিডবোটে এসে বাংলাদেশি মাঝিমাল্লাদের ধাওয়া করে এবং এক পর্যায়ে অস্ত্রের মুখে ‘ধরে’ নিয়ে যায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *