ইউক্রেনে ফক্স নিউজের ২ সাংবাদিক নিহত
1 min readইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের বাইরে ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানীর বাইরে হোরেঙ্কায় ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং প্রযোজক ওলেক্সান্দ্রা কুরশিনোভার গাড়িতে গোলা আঘাত হানলে তারা নিহত হন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য রুশ সেনাদের দায়ী করেছে। ইউক্রেনের হিসাব অনুযায়ী, জাকরজেউসকি এবং কুরশিনোভার মৃত্যুতে যুদ্ধে সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ফক্স নিউজের উপস্থাপক বিল হেমারজাকরজেউসকির মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, প্রয়াত সাংবাদিক নিউজ চ্যানেলটির একজন ‘কিংবদন্তি’। তাকে হারানোর ক্ষতি বিশাল। তিনি আমাদের সঙ্গে থাকাবস্থায় ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ার যুদ্ধ কভার করেছেন।
উল্লেখ্য,রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে হামলা শুরু করে রুশ সৈন্যরা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের ডনবাস প্রদেশে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। , টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন পুতিন।