পাহাড় কেটে প্রাচীর, গার্মেন্টস ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
1 min readচট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে পাহাড় কেটে প্রাচীর দেওয়ার অভিযোগে নুর উদ্দিন নামের এক গার্মেন্টস কারখানা মালিকের বিরুদ্ধে মামলা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৪ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অবৈধভাবে পাহাড়, টিলা কর্তন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(খ) ধারায় অভিযোগ করা হয়। আসামি নুর উদ্দিন চট্টগ্রামের মীরসরাই থানাধীন পশ্চিম মলিয়াইশ গ্রামের মৃত মোহাম্মদ শামুল আলমের ছেলে। তিনি নাস অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
জানা যায়, শুষ্ক মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন অসংখ্য পাহাড়কে ন্যাড়া করে দখলের প্রতিযোগিতায় নেমেছে প্রভাবশালী ও ভূমিদস্যুরা। ইতোমধ্যে সড়কটির আশপাশের অনেক পাহাড় কেটে আরসিসি পিলার দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে। আবার টিনের ঘেরাও দিয়ে কৌশলে সবুজ পাহাড় কাটা হচ্ছে। কোথাও কোথাও বৃক্ষরোপণ অভিযানে, বৃক্ষ প্রকল্প সাইনবোর্ড ঝুলিয়েও পাহাড় কাটা ও দখলের প্রতিযোগিতা শুরু করেছে প্রভাবশালীরা।
গণমাধ্যমে প্রচারিত নানান প্রতিবেদনের সূত্র ধরে গত ৬ মার্চ বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে এনফোর্সমেন্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম। এতে পাহাড় কাটার অভিযোগ পেয়ে বেশ কয়েকজনকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়। তার মধ্যে পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ব্যতিরেকে পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করার অভিযোগে ১৩ মার্চ ব্যবসায়ী নুর উদ্দিনকে শুনানিতে ডাকা হয়।সোমবার তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর সোমবার বিকেলে আকবর শাহ থানায় লিখিত এজাদার দায়ের করেন কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন। পরিবেশ অধিদপ্তরের লিখিত এজাহারটি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর থেকে লিখিত অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।