১৭ রুশ নাগরিকের ওপর জাপানের নিষেধাজ্ঞা
1 min read১৭ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা এনেছে জাপান। দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আনা এসব রুশ নাগরিকের সম্পদ জব্দ করা হয়েছে। খবর বিবিসির।
রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষ স্টেট দুমার ১১ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়া ইউরি কোভালচুক নামের এক ব্যাংকার এবং রুশ ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গের পাঁচ স্বজনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আনা হয়েছে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রাশিয়ার ধনকুবেররা। দেশটির ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার ফলেই বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছেন তারা।
জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার শীর্ষ ধনীরা ৮০ বিলিয়ন ডলার বা আট হাজার কোটি ডলারের সম্পদ হারিয়েছেন। চলমান নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের কারণে এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার হামলার পরই অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। এমন পরিস্থিতিতে রাশিয়ার ২০ ধনকুবেরের সম্পদের প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে। অলিগার্কদের ওপর নিষেধাজ্ঞা, রাশিয়ার অর্থনীতি ও মুদ্রার পতনের ফলে বিশ্বজুড়ে রাশিয়ার ধনকুবেরদের সম্পদের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে।