November 23, 2024

ফরচুন নিউজ ২৪

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৯ জেলের দণ্ড

1 min read

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ, তিনটি বেহুন্দি ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

শনিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জাগো নিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলি, কাঠির মাথা ও ইলিশা এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের সময় ২৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনের ২০ দিন করে কারাদণ্ড ও ১৪ জনের মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের মধে্য বেশ কয়েকজনের জরিমানাও করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার পঞ্চম দিনে ভোলায় ৯৫ জেলে আটক করা হয়েছে। এ সময় এক লাখেরও অধিক কারেন্ট জাল, ৩৫ টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রম হওয়ায় ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদী ইলিশের আভয়শ্রমে অন্তর্ভূক্ত। এ অভয়শ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *