November 23, 2024

ফরচুন নিউজ ২৪

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান

1 min read

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় থেকে এবারও ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ দেওয়া হবে। এজন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রবর্তন করেছে। ‘জাতীয় শিল্পনীতি, ২০১৬’ অনুযায়ী বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাইটেক শিল্পের সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তা বা শিল্প প্রতিষ্ঠানকে ২০২২ সালের জন্য এ পুরস্কার দেওয়া হবে। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/পরিচালনা পর্ষদের মাধ্যমে যথাযথভাবে মনোনীত পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার/স্বত্বাধিকারীর কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, ‘জাতীয় শিল্পনীতি ২০১৬’, রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ এবং আবেদন ফরম (বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধরিত এনকোয়ারি ফর্ম-১ ও এনকোয়ারি ফর্ম-২সহ) শিল্প মন্ত্রণালয়ের  থেকে এবং অফিস চলাকালীন প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা (কক্ষ নং ৪৩৭, ৪র্থ তলা) হতে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদন ফরম আগামী ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত প্রশাসন অধিশাখায় গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীকে জাতীয় শিল্পনীতি, ২০১৬ এবং রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ যথাযথভাবে অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *