রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমরা পক্ষভুক্ত হতে চাই না: তথ্যমন্ত্রী
1 min readআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না। সবচেয়ে বড় কথা আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। এটিই আমাদের অবস্থান।’
রোববার (৬ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়টি তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হলে তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সেজন্যই এ ধরনের কথা বলছেন। বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’
জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবার (৩ মার্চ) হামলা বন্ধ করে ইউক্রেন থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪১টি। তবে চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দেয়নি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই বিশ্বে শান্তি বিরাজ করুক। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল, ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল। আরও অনেক দেশ বিরত ছিল।