১৫ টাকা বেশি লাভের জন্য ২০ হাজার টাকা জরিমানা
1 min readকুষ্টিয়ার কুমারখালীতে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্য মোড়ক খুলে খোলা তেলের সাথে মিশিয়ে অতিরিক্ত দামে বোতলজাত সয়াবিন বিক্রির অপরাধে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কুমারখালী স্টেশন বাজার সংলগ্ন কলেজ মার্কেটের সততা এন্টারপ্রাইজ নামক এক মুদি দোকানের গোডাউনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷
জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বিতান কুমার মণ্ডল৷ আদালত পরিচালনার সময় সততা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আব্দুল করিমকে বিভিন্ন প্রতিষ্ঠিত সয়াবিন তেল কোম্পানির বোতলজাত পণ্যের মোড়ক খুলে খোলা তেল হিসেবে বাজারে বিক্রি ও বোতলজাতকৃত সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত ১৫ টাকা বেশি দামে বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷ এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আরাফাত আলী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷