রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ার যে ব্যাখ্যা দিল ভারত-চীন

রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার ব্যাখ্যা দিয়ে ভারত জানিয়েছে, ইউক্রেইন পরিস্থিতি নিয়ে তারা অত্যন্ত ‘উদ্বিগ্ন’।
ইউক্রেইন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হওয়াটা খুবই দুঃখজনক জানিয়ে ভারত নিজের অবস্থান তুলে ধরে জানায়, বৈরিতা নিরসনে সংলাপই হচ্ছে একমাত্র সমাধান।জাতিসংঘে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি শুক্রবার এক বিবৃতিতে বলেন, “ইউক্রেইনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন।”‘ভারসাম্যপূর্ণ এবং অনড় অবস্থান’ ধরে রাখা হচ্ছে জানিয়ে ভারত বলছে, “সকল সদস্য রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদকে সম্মান করতে হবে,এর মাধ্যমেই তৈরি হয় আগামীর গঠনমূলক পথ।”বিবৃতিতে সার্বভৌমত্ব ও আঞ্চলিক সংহতিকে সম্মান জানিয়ে অনতিবিলম্বে সংঘাত-সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপের কথা তুলে ধরা হয়।