টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
1 min readচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তান দল তিনটি বদল এনেছে। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই। প্থম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৪৫ রানে ৬ উইকেট হারানোর পরও অবিশ্বাস্য জয় পায়। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড জুটিতে আসে সাফল্য।
বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ জেতা মানে সিরিজ জয়ের পথে বহুদূর এগিয়ে যাওয়া। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশ জিতে যায় সিরিজ। পরিসংখ্যান তো বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দ্বিপাক্ষিক হিসেবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলছে ৭৭তম ওয়ানডে সিরিজ।
এর মধ্যে কেবল ২৬টিতে সিরিজের প্রথম ম্যাচ জেতে তারা। জয়ের হাসিতে শুরু করা সেই সিরিজগুলোর মধ্যে ২৩টি সিরিজ শেষ হয়েছিল জেতার আনন্দ নিয়ে। প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ হারের রেকর্ড একদমই কম বাংলাদেশের, মাত্র ৩টি। আর প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছে পাঁচটিতে। এমন সাফল্যগাথায় বাংলাদেশ ২৯তম সিরিজ জয়ের প্রত্যাশা করতেই পারে।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।