পুকুর খুঁড়তে গিয়ে মিললো কোটি টাকার মূর্তি
1 min readদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এর ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি।
নবাবগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান শ্রমিকরা ।
বিষয়টি পুকুরের মালিক নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মোবাইলের মাধ্যমে খবর পাই উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর গ্রামে পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।