মধ্যরাতে চলন্ত লঞ্চে আগুন, নদীতে লাফিয়ে বাঁচলেন যাত্রীরা
1 min readঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-২ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবোঝাই লঞ্চে আগুন লেগেছে। মাঝ নদীতে থাকা অবস্থায় আগুন লাগায় পুরো লঞ্চ পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ।
৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল লঞ্চ
এমভি অভিযান বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া বলেন, তাঁদের মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোসহ উদ্ধার কাজ করছে। লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লঞ্চে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০ যাত্রী ছিল। আগুন লাগার খবরে সবাই প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। এতে বহু হতাহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধও হয়েছেন অনেকে।