November 27, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে শেবাচিম হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ১২ জনের মৃত্যু

1 min read

আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা ওয়ার্ডে এবং ১১ জন আইসোলেশন ওয়ার্ডে  মৃত্যুবরণ করেন। এই ১২ জন নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৭০ জনের মৃত্যু হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি, যা চলতি মাসে ২০০ এবং সর্বশেষ রোগী বৃদ্ধি পাওয়ায় আরও ৫০টি বাড়িয়ে ২৫০ বেডে উন্নীত করা হয়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭ ভাগ। ১৮৮টি নমুনার মধ্যে এ ল্যাবে ১১২ জনের পজিটিভ আসে।

About The Author