October 23, 2024

ফরচুন নিউজ ২৪

দারুণ কিছু ফিচার নিয়ে ‘গুগল চ্যাট’

1 min read

করোনাকালে ভার্চুয়াল যোগাযোগ অন্য যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীদের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ থেকে শুরু করে অফিসের ভার্চুয়াল বৈঠকে আজকাল ব্যবহার হচ্ছে নানা ধরনের অ্যাপ। অথচ অনেকে ‘গুগল চ্যাট’-এর কথা জানেনই না।

২০১৭ সালে যাত্রা শুরু করে ‘গুগল চ্যাট’। অ্যাপটি ভার্চুয়াল আলাপ বা বৈঠকের জন্য দারুণ কার্যকরী। জিমেইল, ম্যাপসসহ গুগলের অনেক অ্যাপ নিয়মিত ব্যবহার করলেও এই সেবার কথা অনেকের মাথাতেই নেই।

গুগল চ্যাটের বড় একটি সুবিধা হলো এখানে চ্যাট রুম ফিচারটি পাওয়া যাবে। অফিসের কোনো প্রজেক্ট বা দীর্ঘ মেয়াদি কাজের জন্য পারষ্পরিক যোগাযোগ, সমন্বয় ও বার্তা চালাচালির জন্য দারুণ কার্যকরী একটি ফিচার এটি। এছাড়া পার্টি বা ভ্রমণে যাওয়ার পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য চাইলে গুগল চ্যাটে সাময়িক সময়ের জন্য গ্রুপ কনভারসেশন তৈরি করে পারষ্পরিক আলাপচারিতা করে নিতে পারেন।

স্মার্টফোনে চালু করবেন যেভাবে-

অ্যাপ চালু করে বাঁ দিকে মেনু আইকনে (তিন লাইন) ট্যাপ করুন। স্ক্রল ডাউন করে ‘সেটিংস’ ট্যাপ করুন। এরপর ‘অ্যাকাউন্ট’ সিলেক্ট করে ‘জেনারেল’ সিলেক্ট করুন। সবশেষে ‘Show the Chat and Rooms tabs’ অপশনটি চালু করে দিন।

About The Author