শেষের পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর কাজ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর কাজ শেষ হয়েছে ৯৫ ভাগ। কয়েক মাসের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার চেষ্টা চলছে।
এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সেতুটি নান্দনিক রূপে তৈরি করা হচ্ছে।
পায়রা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের ২৪ জুলাই। ৫ বছরে ৩ দফায় মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় দফায় মেয়াদ শেষ হবে এ বছরের ৩১ অক্টোবর। তার আগেই নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেয়ার চেষ্টা চলছে।
মুল সেতুর কাজ শেষ হয়েছে ৯৫ ভাগ। আর ব্রিজের সার্বিক অগ্রগতি ৮৫ ভাগ। বাকি কাজ দ্রুত শেষ করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর।
তিনি জানান, করোনাকালীন সময়ে শত বাধাবিপত্তি স্বত্বেও আমরা আমাদের ঠিকাদার কনসালট্যান্টসহ আমাদের সর্বপর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী প্রকল্পের কাজে নিয়োজিত আছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক মো. আব্দুল হালিম।
সেতুটি দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল।
সেতুর দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। প্রস্থ প্রায় ২০ মিটার। চার লেনবিশিষ্ট এই সেতুর এপ্রোচ সড়ক প্রায় ১৩ শ’ মিটার। প্রকল্প ব্যয় এক হাজার ৪৪৭ কোটি টাকা। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লং জিয়ান এটি নির্মাণ করছে।