মাঠে গড়ালো ঢাকা প্রিমিয়ার লিগ
1 min readমহামারি করোনাভাইরাসের কারণে ১৪ মাসের বেশি সময় বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। শীর্ষস্থানীয় ১২টি ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের তিন ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। ডিএল পদ্ধতিতে মিরপুরে আবাহনী-পারটেক্সের ফলাফল আসলেও বিকেএসপির দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বিকেএসপির চার নং মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামে ব্রাদার্স ইউনিয়ন। দুই ওপেনার মিজানুর রহমান আর জুনায়েদ সিদ্দিকী ভালো সূচনা এনে দিলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ক্রিজে থিতু হতে না পারায় বিপদে পড়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।
বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৮.৪ ওভার ব্যাট করার সুযোগ পায় ব্রাদার্স ইউনিয়ন। ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে তারা। জুনায়েদ করেন ৫১ বলে ৪৮ রান এবং মিজানুর করেন ২৫ বলে ৩১ রান।
বৃষ্টির কারণে আর কোনো বল মাঠে গড়ায়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয় ব্রাদার্স-প্রাইম দোলেশ্বর ম্যাচ । যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে এই ম্যাচে অংশ নেয়া ২টি দলকে।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন বনাম প্রাইম দোলেশ্বর
ব্রাদার্স ইউনিয়ন ১২৭/৭, ১৮.৪ ওভার
জুনায়েদ ৪৮, মিজানুর ৩১, বাবু ২০
শরিফুল্লাহ ২/২১, রাব্বি ২/২৪, এনামুল ১/২১