৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল – ফরচুন চেয়ারম্যান
1 min readবঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ ছিল এক অনুপম অমর কবিতা। ছন্দময় সে ভাষণ ছিল প্রাণস্পর্শী। উচ্চারিত প্রতিটি শব্দ ছিল উদ্দীপনাময় অথচ কী আশ্চর্যজনকভাবে সংযত।
লাখো মানুষের হৃদয়ে তা অনুরণিত হচ্ছিল-জয় বাংলা ধ্বনিতে আর করতালিতে স্বাধীনতার মন্ত্রে উদ্বেলিত জনতা তার প্রতিক্রিয়া জানিয়েছিল।
বঙ্গবন্ধুর এই দৃপ্ত ভাষণ সে সময় সারা বাংলার মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী ও ইপিআর, পুলিশ এবং বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের কাছে স্বাধীনতার সবুজ সংকেত হিসেবে প্রতিভাত হয়েছিল।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা ।।
ঐতিহাসিক এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তার আদর্শে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর এই ভাষণ উজ্জীবিত করেছে সমগ্র বাঙালি জাতিকে।