April 7, 2025

ফরচুন নিউজ ২৪

৩০ বছর পর আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৩০ বছর পর অনিল চন্দ্র শীল (৫৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার খাগরিয়া এলাকায়। গতকাল সন্ধ্যায় খাগরিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ১৯৮৪ সালে বান্দরবানের থানচি থানায় অনিলের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ১৯৮৯ সালে ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলায় সাজা ঘোষণার পর তিনি ওমানে পালিয়ে যান। বছর পাঁচেক আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর গ্রামের বাড়িতে না এসে বিভিন্ন জেলায় পালিয়ে থাকতেন।

ওসি জানান, গতকাল অনিল বাড়িতে এসেছেন, এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি সাজা ঘোষণার পর থেকে বিদেশে ও দেশে পালিয়ে থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। আজ আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

About The Author