April 8, 2025

ফরচুন নিউজ ২৪

২৮ বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়

অযোধ্যার শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের পরে কেটে গেছে প্রায় ২৮টি বছর। আজ বুধবার লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতে ওই মামলার রায় ঘোষণা করা হবে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে ধ্বংস হয় মসজিদটি। বহুল আলোচিত এই মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করা হয়। যাদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত।

বাবরি মসজিদ ধ্বংসের ওই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি’র ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ার।

About The Author