November 22, 2024

ফরচুন নিউজ ২৪

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

1 min read

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় । সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বনাম রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে বরিশাল বনাম খুলনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই এক দিন করে বিশ্রাম রাখা হয়েছে। তবে ফাইনালের আগে দুই দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাঁচটি দলে যারা খেলবেন

ফরচুন বরিশাল

তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দী শুভ।

জেমকন খুলনা

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা

মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

মিনিস্টার গ্রুপ রাজশাহী

মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম

লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

About The Author