November 21, 2024

ফরচুন নিউজ ২৪

২০২০ সালের সর্বোচ্চ আয়ের খেলোয়াড় মেসি

1 min read

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের করা ফুটবলারদের তালিকায় ২০২০ সালের হিসাবে সর্বোচ্চ আয়ের হিসাবে সবার উপরে স্থান করে নিয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। তারপরেই আছে দুই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার।

বার্ষিক ১২.৬ কোটি ইউএস ডলার আয় ফুটবল যাদুকর মেসির। দুই নম্বরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আয় ১১.৭ কোটি ইউএস ডলার। এই দুইজনের পরেই রয়েছেন নেইমার। আর চার নম্বরে নেইমারের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে।

২০১৯ সালের প্রতিবেদনেও সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় প্রথম তিনজন ছিল একই স্থানে। তবে এমবাপে এক লাফে উঠেছেন তিন ধাপ। ২১ বছর বয়সীর বার্ষিক আয় এখন ৪.২ কোটি ডলার।

সেরা দশে লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে আছেন তিনজন করে। বুন্দেসলিগা ও সিরি আর একজন এবং লিগ আঁ থেকে আছেন দুইজন। ফোর্বসের বাৎসরিক সর্বোচ্চ আয় করা ১০ ফুটবলারের (ইউএস ডলারে) তালিকা নিচে দেয়া হল-

১. লিওনেল মেসি ১২.৬ কোটি ডলার

২. ক্রিশ্চিয়ানো রোনালদো ১১.৭ কোটি ডলার

৩. নেইমার ৯.৬ কোটি ডলার

৪. কিলিয়ান এমবাপে ৪.২ কোটি ডলার

৫. মোহামেদ সালাহ ৩.৭ কোটি ডলার

৬. পল পগবা ৩.৪ কোটি ডলার

৭. আন্টোয়ান গ্রিজমান ৩.৩ কোটি ডলার

৮. গ্যারেথ বেল ৩.২ কোটি ডলার

৯. রবার্ট লেভানডফস্কি ২.৮ কোটি ডলার

১০. ডেভিড ডি গিয়া ২.৭ কোটি ডলার

About The Author