April 6, 2025

ফরচুন নিউজ ২৪

১ নভেম্বর থেকে রবিবার চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ ফ্রি

মুজিববর্ষ উপলক্ষে নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীরা জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। আগামী রবিবার (১ নভেম্বর) থেকে চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তসাপেক্ষে ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদফতরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

About The Author