April 6, 2025

ফরচুন নিউজ ২৪

১৩ লাখ পিস ইয়াবাসহ ট্রলার জব্দ, আটক ২

কক্সবাজারের অভিযান চালিয়ে  ১৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১৫ এর সদস্যরা। এ সময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

রবিবার (২৩ আগস্ট) রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের  মাঝির ঘাট এলাকায় প্রবেশের সময় তাদের ইয়াবাসহ আটক করা হয় বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি হলেন – উখিয়াতে বালুখালীর ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরের এইচ-১৬ ব্লকের মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪) ও সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫)।

সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার বলেন, “আটক দুই ব্যক্তি দির্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুকগত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।। ইয়াবা পাচারের সাথে ট্রলার মালিকদের একটি অংশও জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।”

তিনি আরও জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যা

About The Author