April 13, 2025

ফরচুন নিউজ ২৪

১২ হাজার লিটার সয়াবিনসহ ট্রাক উল্টে খাদে

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১২ হাজার লিটার সয়াবিন তেলসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের দঁড়ি বাউশিয়া ইউটার্নে দ্রুতগতির একটি বাসকে বাঁচাতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকে ৬০ ড্রামে ১২ হাজার লিটার সয়াবিন তেল ছিল।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়েছে। চালক-সহকারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *